যে সকল পণ্য চিকিৎসা কাজে ব্যাবহার করা হয় তাকে মেডিকেল পণ্য বলা হয় । আমাদের দেশে আধুনিক অনেক ধরনের
মেডিকেল পণ্য রয়েছে যে গুলো রোগির সুবিধার জণ্য বাসায় এবং হসপিটলে উভয় যায়গাতে ব্যাবহার করা হয়ে থাকে ।
আমরা আজকে জানবো এমন কয়েকটি মেডিকেল পণ্য সম্পর্কে যে গুলো বাসা এবং হসপিটল উভয় যায়গাতে ব্যাবহার
যোগ্য : –
১/ হুইলচেয়ার :- হুইলচেয়ার এমন একটি চেয়ার যেটি শুধু মাত্র রোগিদের সুবিধার কথা চিন্তা করে তাদের জণ্য বিশেষ ভাবে
তৈরি করা হয়েছে । হুইলচেয়ার বিভিন্ন ধরনের হয় তবে প্রধান ক্যাটাগরি ২ প্রকার : ১/ ম্যানুয়াল হুইলচেয়ার , ২/ ইলেকট্রিক
হুইলচেয়ার । যে সকল রোগিরা হাটতে পারে না তাদের জণ্য হুইলচেয়ার খুব দরকারি একটি মেডিকেল পণ্য । এ পণ্য টি রোগির
সুবিধা মত বাসায় এবং হসপিটল উভয় যায়গাতে ব্যাবহার করা হয় ।
২/ অক্সিজেন সিলিন্ডার :-
অক্সিজেন সিলিন্ডার হল লোহার তৈরি এক প্রকার বিশেষ পাত্র যার ভেতরে অক্সিজেন কে উচ্চচাপে রাখা হয় । যে সকল রোগি শ্বাস কষ্ট জনিত রোগে আক্রান্ত তাদের অক্সিজেনের চাহিদা পূরণ করার জণ্য মেডিকেল অক্সিজেন সিলিন্ডার একটি খুব দরকারি পণ্য । এটি বাসা ,হসপিটল অথবা যেকোন যায়গাতে ব্যাবহার যোগ্য ।
৩/ পেসেন্ট বেড:- পেসেন্ট বেড হল রোগিদের জণ্য তৈরি এক প্রকার বিশেষ বিছানা । এটিতে রোগিদের জণ্য অনেক সুবিধা যুক্ত করা হয় । যে সকল রোগি , হাটতে পারে না , বসতে পারে না তাদের জণ্য অনেক উপকারি একটি পণ্য এই পেসেন্ট বেড । এটিও বাসায় এবং হসপিটল উভয় যায়গাতে ব্যাবহার করা হয় ।
৪/ ব্লাড প্রেসার মেশিন :- যাদের উচ্চ রক্ত চাপ তাদের ব্লাড প্রেসার পরিমাপ করা অব্যশই প্রয়োজন । অথবা আপনারা বয়স্ক
মাতা-পিতার ব্লাড প্রেসার সর্বক্ষনিক পর্যবেক্ষনে রাখতে চান তাহলে আপনার দরকার একটি ব্লাড প্রেসার পরিমাপ করা
মেশিন। ব্লাড প্রেসার মেশিন ২ ধরনের হয় যেমন , ১/ ম্যানুয়াল ২/ ডিজিটাল । এই মেডিকেল পণ্যটি ও বাসা , হসপিটল এবং
যেকোন যায়গাতে ব্যাবহার করা যায় ।
৫/ সুগার টেস্ট মেশিন : – আপনার অথবা আপনার পরিবারের সদ্যসের কারো রক্তে সুগার বেশি অথবা রক্তে কত পরিমান সুগার আছে সেটা পরিমাপ করতে চান তাহলে আপনার অবশ্যই একটি ব্লাড সুগার টেস্ট মেশিন দরকার । মূল্যের উপরে ভিত্তি করে এটির ভালো এবং খারাপ মানের পরিমাপ করা হয় ।
মেডিকেল পণ্য কি ? জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ।
নার্সিং হোম কেয়ার সার্ভিস পেতে ভিজিট:- https://daynightnursinghomecare.com/our-services/
💕💕আপনার দিনটি শুভ হোক 💕💕