যে সকল পণ্য চিকিৎসা কাজে ব্যাবহার করা হয় সে গুলোকে মেডিকেল পণ্য বলা হয় ।
বাংলাদেশে বিভিন্ন ধরনের মেডিকেল পণ্য রয়েছে আমরা আজকে সে গুলো সম্পর্কে জানবো ।
বাংলাদেশে বহুল প্রচলিত মেডিকেল পণ্য গুলো হলো , অক্সিজেন সিলিন্ডার , অক্সিজেন কনসেনন্ট্রেটর ,
সাকশন মেশিন , পেসেন্ট বেড , ইত্যাদি ।
এখন আমরা জানবো পণ্য গুলোর কার্যকারিতা সম্পর্কে :
১/ অক্সিজেন সিলিন্ডার
অক্সিজেন সিলিন্ডার হলো লোহার তৈরি এক ধরনের বিশেষ পাত্র , যার ভিতরে অক্সিজেন কে উচ্চচাপে রাখা হয় ।
মানুষের রক্তে যখন অক্সিজেনের মাত্রা কমে যায় তখন অক্সিজেনের চাহিদা পূরণ করার জণ্য অক্সিজেন সিলিন্ডার
ব্যাবহার করা হয় । আমাদের দেশে বিভিন্ন ধরনের অক্সিজেন সিলিন্ডার রয়েছে তার মধ্য উল্লেখ্যযোগ্য হলো , লিন্ডে সিলিন্ডার , ইসলাম সিলিন্ডার এবং চায়না অক্সিজেন সিলিন্ডার ।
অক্সিজেন সিলিন্ডারের দাম
ক/ লিন্ডে অক্সিজেন সিলিন্ডারের দাম :- ১৮,০০০ টাকা
খ/ ইসলাম অক্সিজেন সিলিন্ডারের দাম :- ১০,০০০ টাকা
গ/ চায়না অক্সিজেন সিলিন্ডারের দাম : – ৮.৫০০ টাকা
২/ অক্সিজেন কনসেনন্ট্রেটর
অক্সিজেন কনসেনন্ট্রেটর হলো অক্সিজেন উৎপাদন কারি মেশিন , এটি বিদ্যুৎ এর মাধ্যমে অক্সিজেন তৈরি করে
রোগির অক্সিজেনের চাহিদা পূরণ করে । আমাদের দেশে যে সকল অক্সিজেন কনসেনন্ট্রেটর প্রচলিত আছে তার মধ্য উল্লেখ্যযোগ্য হলো , ওজেল অক্সিজেন কনসেনন্ট্রেটর ।
ওজেল অক্সিজেন কনসেনন্ট্রেটরের দাম
ক/ ওজেল ৫ লিটার কনসেনন্ট্রেটরের দাম :- ৪৫,০০০ টাকা
খ/ ওজেল ১০ লিটার কনসেনন্ট্রেটরের দাম :- ৮৫,০০০ টাকা
৩ / সাকশন মেশিন
যে সকল রোগি নিজে মুখের লালা বা কফ নিজে ফেলতে পারে না তাদের জণ্য সাকশন মেশিন ।
সাকশন মেশিন চালোনা করা হয় বিদ্যুৎ এর মাধ্যমে । আমাদের দেশে যত প্রকার সাকশন মেশিন রয়েছে ,
তার মধ্য সব চেয়ে ভালো মানের হলো , ইউওয়েল সাকশন মেশিন ।
দাম আলোচনার মাধ্যমে নির্ধারন হবে
৪/ পেসেন্ট বেড
পেসেন্ট বেড মানে হলো রোগির বিছানা , যে সকল রোগি নিজে বসতে , শুতে এবং বসে খাবার খেতে পারে না,
তাদের সুবিধার জণ্য পেসেন্ট বেড তৈরি । পেসেন্ট বেডের বিভিন্ন প্রকারভেদ রয়েছে যেমন ,
১ ফাংশন , ২ ফাংশন এবং ৩ ফাংশন । ফাংশন ভেদে কার্যকারিতা এবং মান , দাম সক কিছু আলাদা ।
দাম আলোচনার মাধ্যমে নির্ধারন হবে
উল্লেখিত পণ্য গুলো সহ সকল প্রকার মেডিকেল পণ্য সূলভ মূল্যে ক্রয় করতে আমাদের কল করুন ।
কল: 01713419797