অক্সিজেন এমন একটি জীনিস যা মানুষের বেঁচে থাকার জন্য একটি অপরিহার্য উপাদান।
আর এই অপরিহার্য উপাদান আমরা পেয়ে থাকি প্রকৃতি থেকে। অনেক সময় বিভিন্ন রোগে মানুষ প্রকৃতি থেকে অক্সিজেন কম পায় তখন শ্বাস কষ্টে ভুগতে থাক। তখন মানুষ কৃত্তিম ভাবে দুই টি উপায়ে অক্সিজেন গ্রহণ করে থাকে।
প্রথম উপায় :-
মেডিকেল অক্সিজেন সিলিন্ডার। যেটাতে থাকে ২ হাজার প্রেসার লিটার পিওর অক্সিজেন এবং প্রতি মিনিটে সর্বোচ্চ ১৫ প্রেসার লিটার ইউজ করার ক্ষমতা। অক্সিজেন সিলিন্ডার সেটাপে থাকে , একটি ফ্লোমিটার, একটি ন্যাজোর ক্যানোলা, একটি মাক্স, একটি সিলিন্ডার বহন কৃত ট্রলি,
এটা শেষ হয়ে যাওয়ার পরে রিফিল করতে হয়
দ্বিতীয় উপায় :-
অক্সিজেন উৎপাদন কারি কনসেনট্রেটর ।
এটা বিভিন্ন কম্পানির হয়ে থাকে। এটা ব্যাবহারে সুবিধা হলো রিফিলের ঝামেলা মুক্ত।